শিক্ষমন্ত্রী ডা: দিপু মনি বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিনিয়ে এগিয়ে যেতে হবে। আজকে চতুর্থ শিল্প বিপ্লব একেবারেই দরজায় কড়া লাড়ছে। কাজের বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের শিক্ষার্থী প্রজন্মকে গড়ে তুলতে হবে। বিজ্ঞান মনঙ্ক হলেই চলবে না, বিজ্ঞান ব্যবহারে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। আমাদের ২০৪১ সালের রুপ প্রকল্প রয়েছে। ২০৩০ এর টেকসই উন্নয়ন অর্জন প্রকল্প আছে। সবগুলো মিলিয়ে আমাদের কোন উপায় নেই যে, প্রচলিত ধারায় চললে চলবে না। আমাদের প্রচলিত শিক্ষা কারিকুলামকে খারাপ বলছি না। কিন্তু প্রচলিত কারিকুলামের জ্ঞান তা কিভাবে শিখছি। এই কারিকুলাম শিখে ধারন করা ও সেটিকে প্রয়োগ করা তা ভালভাবে শিখছিলাম না। তাহলে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া দুস্কর হয়ে পড়বে।
শিক্ষা মন্ত্রী দিপু মনি বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, আমরা নতুন নতুন জ্ঞান সৃষ্টির দক্ষতা অর্জন করা প্রয়োজন। কারণ দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে নতুন নতুন দক্ষতা শিখতে হবে। যখনই নতুন নতুন দক্ষতার প্রয়োজন হবে তখনই শিখে নিবো। সেই দক্ষতা শিক্ষার্থীর মধ্যে একেবারেই প্রথম থেকে পতিত করে দিতে না পারি, তাহলে আমাদের বিশাল জনগোষ্ঠিকে বিশাল জন সম্পদে পরিণত করা যাবে না। সোনার বাংলা গড়ার জন্য, সেটি করা সম্ভব হবে না। সোনার বাংলা গড়ে তোলার জন্য যে দক্ষ যোগ্য মানবিক মানব সম্পদ গড়বার জন্য প্রয়োজন আজকে শিক্ষার সেই নতুন কারিকুলাম বাস্তবায়নের পথে।
মন্ত্রী আরো বলেন, যখন শিক্ষা পরিবেশ শান্ত থাকে তখন শিক্ষার মান উন্নত হয়। এতদিন শিক্ষার পরিবেশ শান্তিপূর্ণ থাকার পর আজকে এই যে উত্তাপ ছড়াবার অপচেষ্টা করা হচ্ছে। এর মধ্যে কারো কারো কথা শুনেন, তাহলেই বুঝতে পারবেন, যখন আরেকটি ৭৫ ঘটনা বিভিন্ন খাতে গুরুত্ব দেওয়া হয়, তার মানে সেই ৭১ এর পরাজিত শক্তি, ৭৫ এর হত্যাকারী, ২০০১ এর হত্যা ধর্ষণকারী, ২০০৪ গ্রেনেড হামলাকারী, ২০১৩-১৪ সালের অগ্নি সন্ত্রাসী তারাই কিন্তু আবার মাথাচালা দিয়ে উঠবার চেষ্টা করছে। আমাদের স্বপ্নের পদ্মা সেতু যার উদ্বোধন সামনে। উদ্বোধনের মাধ্যমে এটা কিন্তু যোগাযোগের শুধু অবকাঠামো নয়, এটি বাঙালীর আত্ম মর্যাদা ও আত্মবিশ্বাসী অন্যন্য প্রতীক। সেইটির উদ্বোধনী মূর্হুতে এই যে, একটি গোষ্ঠি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তারা হুমকি দিচ্ছেন। এই হুমকি রাজনীতির অংশ হতে পারে না। এটি সন্ত্রাসের ভাষা, এটি হত্যাকারীর ভাষা। এই হুমকিকে আমি তীব্র প্রতিবাদ জানাই।
আজকে এই যে শিক্ষাঙ্গণে অস্থিতিশীল করার অপচেষ্টা সেটি সেই ঘৃণ্য অপচেষ্টারই অংশ। সেই হত্যাকারীরা আবার মাথাচারা দিয়ে উঠবার চেষ্টা করছে। পদ্ম সেতুর উদ্বোধনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দ উৎসবকে জাতির উৎবেলিত সেই সময়টায় জাতির মনটাকে আনন্দ উচ্ছাস থেকে ঘুরিয়ে একটা আংশকার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা আর আগামী নির্বাচনকে নীতিবাচক প্রভাবিত করার অপচেষ্টা।
মন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ব র্যাংকিংএ আমরা এতদিন নজর দেই নি। কিন্তু আমরা যখন নজর দিলাম তখনি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিংএ অনেকদূর এগিয়েছে। এখন আমাদের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিংএ উন্নতি করবে। আমাদের নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। যা আগামী বছর থেকেই চালু করা হবে। নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু করা একটি চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সাহসী পদক্ষেপ নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মুনাজ আহমেদ নূও এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশন’র অনুষ্ঠানে বক্তৃতা করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো: আশরাফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো: আশরাফুজ্জামান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা আক্তার শিক্ষার্থী হাসিবুর রহমান প্রমুখ।