আগামী ২৫ জুন জমকালো আয়োজনের মধ্য দিয়েই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সচিব বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি জোরেশোরেই চলছে। সেই অনুষ্ঠান যুক্ত থাকবে সারাদেশ। ৬৪টি জেলায় একযোগে প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন। এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।
সেতু উদ্বোধনের সরকারি কর্মসূচি সফল করতে সরকারের সেতু মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮টি উপ কমিটি গঠন করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সেতু উদ্বোধনের পর জাজিরা প্রান্তের কাঁঠাল-বাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশাল শোডাউন করতে চায় ক্ষমতাসীন দল।
সরকার তার সফল প্রকল্পের সুফল ঘরে তুলতে চায়। পদ্মা সেতুর সফল বাস্তবায়নকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের এজেন্ডা করতে চায় সরকারি দল।