গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর রেলস্টেশন হতে ৪০০গজ সামনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ ২টি বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘন্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার সাথে ট্রেন যোগাযোগ সাভাবিক হয়েছে।
শনিবার সকালে ১০ টার দিকে দূর্ঘটনায় কবলিত ট্রেনের ইঞ্জিন সহ ২ টি বগি উদ্ধার করে ট্রেন চলাচল সাভাবিক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে ওই ঢাকা যাওয়ার পথে রতনপুর রেল ক্রসিং এর সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে এই দূর্ঘটনার শিকার হয়। তবে এই ঘটনার ৬ ঘন্টা পর ঘটনাস্থলে উদ্ধার কর্মী পৌঁছার কারনে ট্রেন উদ্ধার করে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাভাবিক রাখতে দেরী হয়েছে।এদিকে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেল লাইনটি মেরামত করে চলাচলের উপযোগী করতে আরো বেশ কয়েকঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন রেল স্টেশন কতৃপক্ষ। এই দূর্ঘটনার বিষয়ের কারন জানতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, রাত ১০ টা ১৫ মিনিটের দিকে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন পার হলে দুটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইন ব্লক থাকায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ এখন বন্ধ রয়েছে। এ ঘটনায় মৌচাক রেল স্টেশন মাষ্টার শাহীনুর রহমান শাহীন জানান পঞ্চগড় টু ঢাকা গামী ট্রেনটি ক্রসিং এর জন দাড়িয়ে থাকে পরে স্টেশন ছেরে যাওয়ার সময় ৪০০ গজ দুরে এ ঘটনা ঘটে। গতকাল রাতে এই ঘটনার পর থেকেই উদ্ধার কর্মীরা কাজ করছে আজ সকালে ১০ টার দিকে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল সাভাবিক করা হয়েছে।