সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা: মুরাদ হাসান এমপি বলেছেন- সবচেয়ে বড় কথা হলো ‘মানুষের উপকার’ করা। আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের ‘সেবা’ করতে চাই। মানুষের উপকার করাই আমার মুল লক্ষ্য।’
সিলিং ফ্যানের আঘাতে আহত হয়ে গত শুক্রবার (১৩ মে) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজবাড়িতে চিকিৎসাধীন অবস্থায়, সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ডা: মুরাদ হাসান আরো বলেন- “আমার জীবন দিয়ে হলেও আমি যেন মানুষের উপকার করতে পারি। আমার ধারায় মানুষের যেনো কোন ক্ষতি বা অমঙ্গল না হয়। সাধারণ মানুষের চিকিৎসা সেবার ফাকে নেতাকর্মীদের সাথে কথা বলা সময় চলন্ত ফ্যান ভেঙে পড়াই মাথায় আঘাত পেয়েছি। মানুষের সেবার করার জন্য এটা তেমন কিছু নয়।”
তিনি আরও বলেন, “মানুষের সেবার জন্য আমি আমার পরিবার, পেশা, আয়-উপার্জন, আরাম-আয়েশ সব কিছুইতো ত্যাগ করে এলাকায় রয়েছি। মানুষের সেবাই আমার আসল লক্ষ্য। মানুষের পাশে সবসময়ই থাকতে চাই।”