জামালপুরের সরিষাবাড়ীতে মাথায় সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা: মুরাদ হাসান এমপি।
গত বৃহস্পতিবার (১২ মে) রাত ৭টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিজবাড়ীতে বসে বিনামূল্যে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানের সময় চলন্ত সিলিং ফ্যান ভেঙে মাথার উপরে পরে। এ সময় ফ্যানের আঘাতে মুরাদ হাসানের মাথায় এক অংশে পচন্ড আঘাত পান। পরে হাসপাতালে একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়ীতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী জানান, ‘সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পাই। পরে হাসপাতালে একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়ীতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।’
তিনি আরো বলেন, ‘তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।’