জাতীয়

ভারতে যায় হাঁসের বাচ্চা, বিনিময়ে আসে ফেনসিডিল-ইয়াবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয় হাঁসের বাচ্চা। বিনিময়ে আসে মদ, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক।

মঙ্গলবার (১০ মে) সকালে হুমায়ূন মিয়া নামে এ চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি-৫৫ ব্যাটালিয়ানের সিন্দুরখান বিওপির জোয়ানরা।

এ সময় তার কাছ থেকে ৩৮০টি হাঁসের বাচ্চা, ভারত থেকে আনা বিভিন্ন প্রকারের ৯ বোতল মদ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঢলমণ্ডল গ্রামে। আটকের পর হুমায়ূনকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদা মো: তফাজ্জল হোসেন জানান, এ চক্র দীর্ঘ দিন ধরে ভারত থেকে কৌশলে মাদক নিয়ে আসছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে চক্রের এক সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker