দুয়ারে কড়া নাড়ছে ঈদুল ফিতর। তারপরও ঈদযাত্রার চাপ নেই ঢাকার অন্যতম বাস টার্মিনাল গাবতলীতে। তবে যাত্রী কম থাকলেও গাবতলীতে অনেক কাউন্টারে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে গাবতলী টার্মিনালের সামনে থেকে হাঁকডাক করে পাটুরিয়া ঘাটের যাত্রী তোলা হচ্ছে সেলফি পরিবহনের বাসে। জনপ্রতি দেড়শ! দেড়শ! ডেকে যাত্রী তুলছিলেন চালকের সহকারীরা। যদিও এ ভাড়া অন্যান্য সময় ১১০ থেকে ১৩০ টাকা নেওয়া হয়।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের তিন দিনের ছুটির আগে মে দিবস এবং শুক্র-শনি মিলিয়ে মোট ছয় দিনের ছুটি পেয়ে অনেকে ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন। সে কারণে ছুটি শুরুর পরও উপচে পড়া ভিড় হচ্ছে না।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তেমন চাপ ছিল না কাউন্টারগুলোতে। তবে সন্ধ্যা থেকে চাপ বাড়বে বলে জানিয়েছেন তারা। এই সময়ে লোকাল বা আন্তঃজেলা বাসগুলোতে যাত্রীর চাপ বাড়বে বলেও জানান তারা।
যাদের আগে থেকেই বাসের টিকিট ছিল, তারা আসছেন, বাসে উঠছেন, চলে যাচ্ছেন। আর বাকিরা তাৎক্ষণিক বিভিন্ন বাসে উঠে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
টাঙ্গাইল, মানিকগঞ্জ, ধামরাই, মাদারীপুর, ফরিদপুর, গাজীপুর ও পাটুরিয়া ঘাটগামী কাছের দূরত্বের যাত্রী সংখ্যাই বেশি দেখা গেছে।
তবে যাত্রীদের অভিযোগ ঈদের সুযোগে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। দেড় শ’ টাকার ভাড়া নেওয়া হচ্ছে দুই শ’ থেকে আড়াই শ’ টাকা।
ভাড়ার বিষয়টি নিয়ে এসবি লিঙ্ক পরিবহনের সুপারভাইজার হাবীবুর রহমান জানান, আগে ভাড়া কম নেওয়া হতো, এখন নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।
বাস ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, চলতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ। যাত্রাও শুরু হয়ে গেছে। রাতে চাপ বাড়বে। যাত্রীর চাপ সামলানোর সার্বিক প্রস্তুতি রাখতে বলা হয়েছে কাউন্টারগুলোতে।