রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে চলমান সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বকশিবাজার থেকে মাদরাসার শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।
এ সময় তাদের ‘ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, ভাই ভাই, ভাই ভাই… আমরা যাচ্ছি তোমরা চলো, ঢাকা কলেজ রক্ষা করো- ঢাকা কলেজের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দেখা যায়।
এদিকে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে তারা এ দাবি জানায়।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইডেন শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজ যৌক্তিক সব আন্দোলন-সংগ্রামে সবার আগে থাকে। তাদের ওপর এ ধরনের হামলা খুবই ন্যাক্কারজনক।
এ সময় তাদের ‘ঢাকা কলেজের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘ইডেন কলেজ আসছে, রাজপথ কাঁপছে’,‘আমার ভাইয়ের বুকে গুলি কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।