রাজধানীর নিউমার্কেটে মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। কলেজের ফেইসবুক পেইজেও বিষয়টি জানিয়ে দেয়া হয়।
কলেজের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নামে দেয়া নোটিসে বলা হয়, “অনিবার্য কারনে ১৯ এপ্রিল মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্হগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০:০০ টার মধ্যে কলেজে উপস্হিত থাকার জন্য অনুরোধ করা হলো।”
এর আগে সোমবার রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি দোকানে কেনাকাটা করতে যাওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষ চলতে থাকে। পরে মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আরও পড়ুন: ডলারের দাম লাগামহীন, ব্যাংকেও মজুদ কমছে
রাত আড়াইটার দিকে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ফিরে যান।
সংঘর্ষের ফলে নিউমার্কেট এলাকার সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হয়েছে বলে জানা যায়।