সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি বলেছেন- বাংলাদেশে কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবেনা, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এমন উদ্যোগ বাংলার ইতিহাসে নজিরবিহীন। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ হলরোমে ‘ভূমিহীন মুক্ত উপজেলার ঘোষণা করণ সংক্রান্ত’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা: মুরাদ হাসান আরো বলেন, ভূমিহীন মুক্ত করণের এমন কার্যক্রম দ্রুত গতি এগিয়ে চলছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এই কার্যক্রম গুরুত্ব সহকারে পালন করছেন। সরিষাবাড়ীতে ভূমিহীন রয়েছে এমন ব্যক্তিদের চিহ্নিত করে আবেদনের মাধ্যমে বাসস্থানের ব্যবস্থা করা হবে। ভূমিহীন মুক্তরা এবং ভূমিসহ বাসস্থান করে দেওয়ার কার্যক্রম যেন সফলতার সাথে বাস্তবায়ন হয় এমন প্রত্যাশা করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ সকল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের স্থানীয় নেতৃবৃন্দরা।