স্বাধীনতার ইশতেহার পাঠক, চার খলিফার অন্যতম, জাতীয় পতাকার অন্যতম পরিকল্পক ও রূপকার, মুক্তিযুদ্ধের সংগঠক, পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের প্রথম মৃত্যুবার্ষিকী দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে । বুধবার সকালে ঢাকাস্থ বনানী কবরস্থানে মরহুম শাজাহান সিরাজের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করেন শাজাহান সিরাজ কলেজের সভাপতি ও মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, দাতা সদস্য ও সহধর্মিণী রাবেয়া সিরাজ সহ পরিবারের সদস্যবৃন্দ ও স্বজনেরা।
এ উপলক্ষে দুপুরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে ভার্চুয়াল স্মরণ সভা ও দোয়া মাহফিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দাতা সদস্য ও সহধর্মিণী রাবেয়া সিরাজ। প্রধান আলোচক হিসেবে যোগ দেন কলেজের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মাসুদ।
উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ছোহরাব আলী মিয়া, জহুরুল হক বুলবুল, শফিকুল ইসলাম শফি, তারিকুল ইসলাম ও অফিস সহকারি হাবিবুর রহমান, সহকারি গ্রন্থাগারিক রশিদুল ইসলাম রতন সহ অধ্যাপক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও কালিহাতীর দক্ষিণ বেতডোবার বাড়িতে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।