গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলোহার গ্রামে বারুনীর মেলায় বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতার সহযোগীর এক পা বিচ্ছিন্ন হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনাট ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানায় বিক্রেতা ফকর উদ্দিন (২০) মেলায় বেলুন ফুলিয়ে বিক্রয় করছিলেন। সিলিন্ডার হতে বেলুনে বাতাস প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
উল্লেক্ষ বিস্ফোরিত সিলিন্ডারটি হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড গ্যাস সমন্বিত। এ সময় সিলিন্ডারের অতি নিকটে থাকায় ফকর উদ্দিনের দেহ থেকে একটি পা সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তার সহযোগী মাহবুর রহমান গুরুতর আহত হয়। আহতদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর গ্রামে বলে জানাগেছে।
উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিলন চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করেছেন।