“সমাজতন্ত্রের লক্ষে বিপ্লবী গণতন্ত্রের সংগ্রামে সামিল হও দাম কমাও জান বাঁচাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও সকল নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পথসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ দলের নেতাকর্মী ও তৈরী পোষাক কারখানার শ্রমিক বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশের যে, দ্রব্য মূলের অগ্রগতি এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে ব্যয় বহুল। যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধির কারনে নিম্ন আয়ের মানুষের জীবন জীবীকা নির্বাহ করতে হিমসিম খেতে হচ্ছে। তাই সরকারের প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানোর আহ্বান জানান।
এ সময় পথসভা শেষে চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার থেকে শোভা যাত্রাটি শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ হয়ে পূর্ব চান্দরা পাষা গেইট এলাকায় এসে শেষ হয়।