১২ বছর বয়স হলেই করোনা প্রতিরোধী টিকার জন্য আলাদা করে নিবন্ধন করার প্রয়োজন নেই, কেন্দ্রে গেলেই নিবন্ধন করে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অক্সিজেন জেনারেটরের উদ্বোধনসহ দেশের চারটি হাসপাতালে ১২০টি ডায়ালাইসিস শয্যার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ বছর বয়সীদের টিকা পেতে কেন্দ্রে গিয়ে নিবন্ধন করলেই হবে। তাদের আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই।
জাহিদ মালেক বলেন, এ পর্যন্ত ১৭ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন ১০ কোটির বেশি মানুষ। আমাদের এখনও ১০ কোটি টিকা মজুদ রয়েছে। আমাদের সাড়ে ১১ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। এ লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ টিকা আমরা দিয়েছি।
সবাই দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় যারা মারা গেছেন তাদের প্রায় ৮৫ শতাংশ টিকা নেননি। যারা করোনার টিকা নিয়েছেন, তাদের মৃত্যুর সংখ্যা খুবই কম।
করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, পরিস্থিতি আরও উন্নতি হলে চলতি মাসের শেষের দিকে স্কুল খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: এবিএম খুরশিদ আলম।