২০২২ সালের অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর। তিনি জানান, ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে রীতি অনুযায়ী তা ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত চলার অনুমোদন পাওয়া গেছে। মেলার সময়সীমা বাড়ানো হবে কি না, তা তিনি এখনই বলতে পারছেন না।
তবে করোনা পরিস্থিতির অবনতি না হলে মেলা এক মাস হবে বলে আশাবাদী বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক খান মাহবুবুল আলম।
তিনি বলেন, ১৫ দিন মেলা হলে একজন প্রকাশকের যে খরচ গুনতে হয় এক মাস হলেও প্রায় একই ব্যয়ই হয়। প্রকাশকদের লক্ষ্য থাকে উৎপাদনের বড় একটা অংশ মেলায়ই বিক্রি করার। তা ছাড়া ক্রেতা-পাঠকরা বইমেলা এক মাস দেখে অভ্যস্ত।
বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পেয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায়। সেলিনা হোসেন বাংলা একাডেমির প্রয়াত সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমির আইন অনুযায়ী স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতির পদে নিয়োগ করা হয়েছে।