‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য গান লিখেছেন খ্যাতিমান লেখক মুহাম্মদ জাফর ইকবাল। গানের কথা হলো- ‘আয় আয় সব তারতারি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’।
ইমন চৌধুরীর সংগীত পরিচালনায় এই গানে কণ্ঠ দিয়েছেন দশ জন শিশু।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘একটি জায়গায় বাচ্চাদের দুষ্টুমি করে গোসলের দৃশ্য আছে। এই অংশটি নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করেছিলাম। স্যারকে বলি, এখানে একটি গান হলে ভালো লাগত। এই অংশটুকুর জন্য গান লিখে দেওয়ার অনুরোধ করি। স্যার আমার কথা শুনেই হেসে বলেন, কখনো গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যার গানটি লিখলেন। আগামী মার্চ মাসে ছবিটি সেন্সরে জমা দেওয়ার ইচ্ছা আছে।’
২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে জাকারিয়া সৌখিনের চিত্রনাট্যে এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।