নিজের মৃত্যুর খবর যেন চারদিকে ছড়িয়ে দেওয়া হয় এমন ইচ্ছা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। এ ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই তাকে “মৃত” দেখাচ্ছে ফেসবুক। বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখকের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি “রিমেম্বারিং” করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তসলিমা ফেসবুক আইডিতে ঢুকে দেখা যায়, ফেসবুক কর্তৃপক্ষ তাকে মৃত হিসেবে দেখাচ্ছে।
ফেসবুক কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের প্রোফাইলে লিখেছে, “আমরা আশা করি তসলিমা নাসরিনের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজন তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে স্বান্ত্বনা খুঁজে পাবেন।”
এদিকে, বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখক তার টুইটার অ্যাকাউন্টে ফেসবুককে মেনশন করে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আমি এখনো বেঁচে আছি। কিন্তু দুঃখের বিষয় আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দিয়েছেন। আপনারা এটা কিভাবে করতে পারলেন? দয়া করে আমাকে আমার অ্যাকাউন্টটি ফিরিয়ে দিন।
প্রসঙ্গত, কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট মুছে না দিয়ে স্মৃতি সংরক্ষণের জন্য আইডি “রিমেম্বারিং” করে দেয়। ফলে ওই আইডিতে আর কেও লগইন করতে পারেন না।