নিজস্ব প্রতিবেদক:
মগবাজারের বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না, গ্যাস জমেই বিস্ফোরণ হতে পারে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শণ শেষে সাংবাদিকদের এই তথ্য জানানা তিনি। বিধ্বস্ত ভবনের ভেতরে মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
বিস্ফোরণের পর মগবাজার ওয়্যারলেস গেটের রাখী নীড় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। সকাল থেকেই ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ৪ সদস্যের তদন্ত কমিটি ভবনটির ধ্বংসস্তুপ থেকে আলামত সংগ্রহ করবে। রাখী নীড়ের সবগুলো পিলারেই ফাটল রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ৩ তলা ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভবনটি থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করছে বিস্ফোরক পরিদপ্তর।
এদিকে প্রাথমিক তদন্তে এলপিজি সিলিন্ডারে মগবাজারে বিস্ফোরণের ঘটনা হতে পারে বলে ধারণা করছে তিতাস গ্যাস কোম্পানি, জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল্লাহ।
তিতাস গ্যাস কোম্পানির এমডি জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে তিতাসের দল। তিতাস গ্যাসের কোনো পাইপ লাইন সেখানে নেই বলেও জানান তিনি। দুর্ঘটনা তদন্তে এরই মধ্যে তিন সদস্যের কমিটি গঠন করে তিতাস। একসঙ্গে কমিটিকে আজকের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
রোববার সন্ধ্যায় মগবাজারের ওয়্যারলেস গেইট এলাকায় ভয়াবহ বিস্ফোরণে লণ্ডভণ্ড হয় একটি তিনতলা ভবন। আগুনে পুড়েছে সড়কে থাকা দুটি বাসও। এ ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের । আহত দুই শতাধিকের মধ্যে ৪৫ জনকে ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।