সদ্য মন্ত্রিত্ব হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সিরাজগঞ্জের একটি আদালতে মানহানি মামলার আবেদন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর, মানহানিকর, কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ এনে এই মামলা করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাদী হয়ে সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলার আবেদন করেন।
জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মীর রহুল আমীন বাবু জানান, দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মানহানির মামলার আবেদন করা হয়েছে। বাদী সাইদুর রহমান বাচ্চু আবেদনটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
তিনি আরো বলেন, আদালত বাদীর আবেদনটি গ্রহণ করেছেন। আদেশের বিষয়টি পরর্বতীতে জানাবেন বলে আমাদের জানানো হয়েছে।ৃ