নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে এক বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।
ইসি সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার বলেন, মনোনয়নপত্র দাখিল ১৫ ডিসেম্বর। যাচাই-বাচাই ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
২৭ ওয়ার্ডের এই সিটি করপোরেশনে সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৬ সালের ২২ ডিসেম্বর। সেবার বিএনপি প্রার্থীকে পরাজিত করে টানা দ্বিতীয় মেয়াদে এই সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন ডা: সেলিনা হায়াৎ আইভী।