আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম কার্যালয়ে যাননি। তিনি বর্তমানে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় তার নিজ বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে। তার গ্রেফতারের খবরটি মিথ্যা বলে নিশ্চিত করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব কল্যাণ পরিষদের সভাপতি মেয়রের মুখপাত্র আনোয়ারুল করিম জুয়েল।
মেয়র জাহাঙ্গীর আলম আজ রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় মোবাইল ফোনে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চাইলে ফাঁসির দড়ি গলায় দিব। গ্রেফতার করতে হলে নিজেই আত্মসমর্পণ করবো।’
এদিকে শনিবার (২০ নভেম্বর) দুপুরে বাসা থেকে সংবাদ সম্মেলন করার কথা ছিলো।
কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে বাসার দ্বিতীয় তলা থেকে নিচ তলায় নামেন। তখন উপস্থিত সাধারণ জনগণ ও নেতা-কর্মীদের কান্না দেখে ভেঙে পড়েন তিনি। মেয়রও কান্না করেন। তার কান্না দেখে উপস্থিত লোকজন উচ্চস্বরে কান্না শুরু করেন।
উল্লেখ্য: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠায় গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।