জাতীয়

কিশোর গ্যাং এর তৎপরতা বন্ধে রাষ্ট্রপতির আহ্বান

কিশোর গ্যাং নির্মূলে অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান। জেলা শহরের কিশোর গ্যাংয়ের তৎপরতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কিশোর গ্যাং এ জড়িয়ে পড়ছে ১৪/১৫ বছরের ছেলেরা। তারা স্কুল-কলেজের মেয়েদের ইভটিজিং করে দিন দিন শহরের পরিবেশ খারাপ করে দিচ্ছে। এদের বিষয়ে অভিভাবকদের খোঁজ নিতে হবে।

তারা কোথায় যায়, কি করে? পৌরসভার মেয়র ও কাউন্সিলররা এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে। তারা প্রতিটি ওয়ার্ডে কিশোর গ্যাং প্রতিরোধে স্থানীয় লোকজনদের নিয়ে কমিটি করে কাজ করতে পারেন।

রাষ্ট্রপতি ইউপি নির্বাচন প্রসঙ্গে বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইউপি নির্বাচনে গোলমালের বিষয়টি সামনে এসেছে। কিশোরগঞ্জে যেন এরকম ঘটনা না ঘটে এ ব্যপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইতোমধ্যে কিশোরগঞ্জের তিনটি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। নির্বাচনে যেই দাঁড়াক, জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দিবে। জনগণ না চাইলে জোর করে ক্ষমতায় যাওয়ার দরকার কি? আর জোর করে জনপ্রতিনিধি হয়ে সেবা করার দরকার কী? এসব করে মানুষের মন জয় করা যায় না।

রাষ্ট্রপতি ছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিজয় শংকর রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পরিচালক ডা. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন, সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল প্রমুখ।

এ সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো: আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ রাষ্ট্রপতির কার্যালয়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

বুধবার (১৭ নভেম্বর) তিনি জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষ করে জেলা শহরের খরমপট্টিস্থ বাসায় রাত্রিযাপন করবেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে হেলিকপ্টারে করে ঢাকার বঙ্গভবনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সাত দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ নিজ উপজেলা মিঠামইনসহ অষ্টগ্রাম ও ইটনা উপজেলা ভ্রমন শেষে কিশোরগঞ্জ জেলা সদর ভ্রমন করেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker