গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘আমরা জ্বালানি তেলের জন্য যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। অথচ সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। সেক্ষেত্রে আমাদের দেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।’
রোববার (১৫ই নভেম্বর) সকালে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, ‘বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি যে, ভারতে লিখেছে- বাংলাদেশে তেলের দাম বেড়েছে, আমাদের আরো কমানো প্রয়োজন। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে তেলের দাম কমানোর পরেও আমাদের দেশের চেয়েও জ্বালানি তেলের দাম বেশি। আমাদের দেশে জ্বালানি তেলের যে দাম, তার চেয়ে ভারতে পেট্রোল ও কেরোসিনের দাম আরো বেশি। তবে প্রধানমন্ত্রী দেশে এসেছেন, তিনি হয়তো এই বিষয়ে জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনা করতে পরেন।’
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সফিপুর আনসার একাডেমিরর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১৯৮ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
কুচকাওয়াজের শুরুতে প্রধান অতিথি একটি সু-সজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষনার্থীরা ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান।
এরপর প্রধান অতিথি কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। মো: শহিদ হোসেন (শ্রেষ্ঠ ড্রিল), মো: তামজীদ হুসাইন (শ্রেষ্ঠ ফায়ারার) এবং আখিবুল ইসলাম (চৌকস) প্রশিক্ষনার্থী সাধারণ আনসার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।