খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় রয়েছে: আসিফ নজরুল
৩ দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা; জেলের অকথ্য নির্যাতনই কাল হয়েছে বলে দাবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ব্রিফিংকালে তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে দায়ী করেন।
যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তাঁর সরকারের অবশ্যই দায় রয়েছে।”
প্রহসনের রায় ও কারানির্ভর নির্যাতন:
আইন উপদেষ্টা উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়াকে একটি সাজানো ও প্রহসনমূলক রায়ে সাজা দিয়ে কারাবন্দি করা হয়েছিল। তিনি বলেন, “তাঁকে অকথ্য নির্যাতনের মাধ্যমে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আদালত ইতিমধ্যে আপিল ও রিভিউর মাধ্যমে প্রমাণ করেছে যে ওই রায়গুলো উদ্দেশ্যপ্রণোদিত ছিল।”
রাষ্ট্রীয় সম্মান ও শোক: ড. আসিফ নজরুল জানান, বেগম খালেদা জিয়ার সম্মানে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া সাধারণ ছুটির কারণে আগামীকাল সরকারি-বেসরকারি সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শেষকৃত্য ও জানাজা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।