তারেক রহমানের জিয়ারত শেষে ফের শাহবাগ দখলে নিল ইনকিলাব মঞ্চ
হাদি চত্বরে রাতভর অবস্থানের পর আজ দুপুর থেকে ফের অবরোধ; বিচার না পাওয়া পর্যন্ত অনড় ছাত্র-জনতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকারীরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার পর আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে পুনরায় শাহবাগ মোড়ে (যা বর্তমানে হাদি চত্বর হিসেবে পরিচিত) অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
এর আগে, শুক্রবার জুমার নামাজের পর থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি রাতভর চলে। তবে আজ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাওয়ার কর্মসূচী থাকায় সকাল ১০টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে দেন। তাঁরা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে তারেক রহমানের চলাচলের পথ নির্বিঘ্ন করে দেন।
ইনকিলাব মঞ্চের ফেসবুক ঘোষণা ও অবস্থান:
সংগঠনটি তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কবর জিয়ারত উপলক্ষে আমরা সাময়িকভাবে অবস্থান পরিবর্তন করেছিলাম। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে ‘শহীদ হাদি চত্বরে’ অবস্থান কর্মসূচি শুরু হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে এখানে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টা বাজার পরপরই আন্দোলনকারীরা ফের শাহবাগ মোড় দখলে নেন। এতে করে ওই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র-জনতার অংশগ্রহণে শাহবাগ এলাকা এখন স্লোগানে স্লোগানে উত্তাল। তাদের দাবি একটাই—ওসমান হাদির খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, খুনিদের গ্রেপ্তারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তাঁরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান বজায় রেখেছেন।