ভোটার হলেন তারেক রহমান; কালকের মধ্যেই পাচ্ছেন এনআইডি
ঢাকা-১৭ আসনের ভোটার হতে বায়োমেট্রিক দিলেন; বগুড়া-৬ আসন থেকে লড়ার প্রস্তুতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সশরীরে উপস্থিত হয়ে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কাজ সারেন।
নির্বাচন কমিশনে পৌঁছে তারেক রহমান ভোটার তালিকায় নাম লেখানোর জন্য চোখের মণির প্রতিচ্ছবি (আইরিশ), আঙুলের ছাপসহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। তাঁর এনআইডি পেতে ‘সর্বোচ্চ এক দিন’ সময় লাগবে বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।
নির্বাচনী এলাকা ও মনোনয়ন প্রস্তুতি:
তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে দেশের যেকোনো এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। এদিকে, তাঁর জন্য ইতিমধ্যে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে দাখিল করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তারেক রহমানের আগমণকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর আবেদনটি দ্রুত যাচাই-বাছাই করে স্মার্ট এনআইডি কার্ড ইস্যু করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমেই দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর তাঁর সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। তারেক রহমান ভোটার হওয়ার সাথে সাথেই বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে তাঁর অংশগ্রহণ এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।