জাতীয়
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
প্রায় ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরের পরিত্যক্ত গর্ত থেকে উদ্ধার দুই বছরের শিশু; উদ্ধারস্থলের মানুষের 'আল্লাহু আকবর' ধ্বনি
রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে অবশেষে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। প্রায় ৩২ ঘণ্টা ধরে চলা শ্বাসরুদ্ধকর অভিযানের পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় এবং জন-উল্লাস:
- পড়ে যাওয়ার সময়: বুধবার (১০ ডিসেম্বর) দুপুর।
- উদ্ধারের সময়: বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে।
- বর্তমান অবস্থা: শিশুটির স্বাস্থ্য পরীক্ষা চলছে।
- জন-উল্লাস: শিশুটিকে উদ্ধারের পরপরই মানুষ ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিতে শুরু করেন এবং অনেকে আনন্দে কান্নায় ভেঙে পড়েন।
দুর্ঘটনার উৎস ও উদ্ধারকারী দল:
- গর্তের কারণ: কোয়েলহাট গ্রামের কছির উদ্দিন নামের এক ব্যক্তি ভূগর্ভস্থ পানির স্তর যাচাইয়ের জন্য নিষেধাজ্ঞা সত্ত্বেও গর্তটি খনন করেছিলেন।
- উদ্ধারকারী দল: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট, যাদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধারকাজে সহায়তা করে।
শিশু সাজিদ তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের ছেলে।