আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
উপদেষ্টার পদ ছাড়লেন জুলাই অভ্যুত্থানের দুই ছাত্রনেতা; প্রধান উপদেষ্টা বললেন, 'এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না'
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া দুই ছাত্রনেতা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়।
প্রধান উপদেষ্টার প্রশংসা ও ভবিষ্যতের জন্য শুভকামনা:
পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের উদ্দেশে বলেন:
“অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে।… আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না।“
তিনি আরও বলেন, এই অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে হবে এবং আগামীতে “বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে” বলে তিনি আশা করেন।
পদত্যাগ কার্যকর ও নির্বাচনের সময়সীমা:
- জমা দেওয়ার সময়: বুধবার বিকেল ৫টা নাগাদ (প্রেসসচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন)।
- কার্যকর হওয়ার সময়: প্রেসসচিব জানান, “তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে।”
- নির্বাচনের সময়: প্রেসসচিবের ঘোষণা, “ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
দায়িত্ব পুনর্বণ্টনের আগে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ শ্রম মন্ত্রণালয় এবং মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।