আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সিইসির সঙ্গে সাক্ষাৎকালে মন্তব্য; ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।’ আজ রবিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার প্রতিজ্ঞা ও নির্দেশনা:
ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন:
“সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত্যয়ে এগিয়ে চলছি।“
সিইসি ও নির্বাচন কমিশনের প্রস্তুতি:
সিইসি এ এম এম নাসির উদ্দিন প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং বলেন:
“নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত।“
সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রস্তুতিকালে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান।
বৈঠকে উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তারা:
বৈঠকে ইসির পক্ষে উপস্থিত ছিলেন চারজন কমিশনার এবং সচিব। অন্যদিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন:
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান
- প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া