মা ইলিশের নিষেধাজ্ঞা সমাপ্ত, আজ মধ্যরাত থেকে মাছ ধরা শুরু
২২ দিনের অপেক্ষার অবসান; সরকারি সহায়তার চাল না পাওয়ায় ক্ষুব্ধ মাদারগঞ্জের জেলেরা
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে যমুনাসহ দেশের বিভিন্ন নদ-নদীতে আবারও ইলিশ ধরতে নামছেন জেলেরা।
তবে নিষেধাজ্ঞা শেষ হলেও সরকারি বরাদ্দের খাদ্য সহায়তার চাল এখনো পাননি অনেক মৎস্যজীবী পরিবার—এ নিয়ে ক্ষোভ ও কষ্টে ভুগছেন জামালপুর জেলার মাদারগঞ্জসহ বিভিন্ন এলাকার জেলে পরিবারগুলো।
মৎস্য অধিদপ্তরের নির্দেশনায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ইলিশ আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিল। এই ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় হাজারো জেলে কর্মহীন হয়ে পড়েছিলেন এবং ঋণের বোঝায় জর্জরিত হয়েছেন।
হিদাগাড়ী পাকরুল নব্বইচর গ্রামের জেলে পল্লীর মাঝি আশিক অভিযোগ করেন, “আমরা গভীর সাগরে গিয়ে মাছ ধরি। কিন্তু সরকারি কোনো সহায়তা আমরা পাই না। বরং শৌখিনভাবে মাছ ধরা কিছু মানুষ সরকারি চাল পেয়ে যাচ্ছে।”
স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, অনেক প্রকৃত জেলে সরকারি নিবন্ধন ও সহায়তার আওতায় না আসায় বছরের পর বছর বঞ্চিত হচ্ছেন। অভাব-অনটনের বোঝা নিয়েই তারা এখন সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন।