চট্টগ্রাম ইপিজেডে ৬ ঘণ্টা ধরে জ্বলছে কারখানা, আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট
অ্যাডামস ক্যাপস ও জিহং মেডিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাচ্ছে ফায়ার সার্ভিস, হতাহতের খবর নেই
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিক্যাল কম্পানির গুদামে লাগা আগুন বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত, অর্থাৎ ছয় ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। দুপুর সোয়া ২টার দিকে আটতলাবিশিষ্ট এই ভবনের সাততলায় আগুনের সূত্রপাত হয়, যা পরে দ্রুত ছয়তলা ও পাঁচতলায় ছড়িয়ে পড়েছে।
আগুন নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও বাহিনীর অংশগ্রহণ
- দমকল বাহিনী: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৮টি স্টেশনের ২৩টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত।
- সহযোগিতা: ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর কয়েকটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে।
- প্রধান বাধা: ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিনের তথ্য অনুযায়ী, কারখানার ভেতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নেভাতে তীব্র বেগ পেতে হচ্ছে।
- আশঙ্কা: আগুন ছড়িয়ে পড়ার কারণে আশপাশের অন্যান্য কারখানা ঝুঁকিতে রয়েছে এবং ভবনটি ধসে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
শ্রমিকদের অবস্থা ও হতাহতের খবর
আগুন লাগার সময় প্রতিষ্ঠানে সাত শতাধিক শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী কর্মরত ছিলেন। মালিকপক্ষ দাবি করেছে, আগুন লাগার খবর পাওয়ার পর পরই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনও নিশ্চিত করেছেন, লোকজনের কোনো ক্ষতি হয়নি। তবে নামার সময় ধোঁয়ার কারণে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং তা তদন্তের পরই জানা যাবে।