গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি: প্রেস উইং
নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সরকার দেশের যেকোনো স্থানে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সরকারের সুস্পষ্ট অবস্থান
বিবৃতিতে বলা হয়েছে, “কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট।” এটি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত।
বিটিআরসি’র কোনো নির্দেশনা নেই
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) গোপালগঞ্জে কিংবা দেশের অন্য কোনো জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ বা বিঘ্নিত করার জন্য কোনো নির্দেশনা জারি করেনি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে ইন্টারনেট বন্ধের প্রশ্নই অবান্তর।
এই বিবৃতির মাধ্যমে গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধের বিষয়ে ছড়িয়ে পড়া গুজব বা ভুল তথ্য নিরসনের চেষ্টা করা হয়েছে।