আ. লীগ ছাড়া অন্য নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি
নিবন্ধন শর্ত অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে হিসাব; আওয়ামী লীগের স্থগিত নিবন্ধনই কারণ
আওয়ামী লীগ ছাড়া অন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে গত পঞ্জিকা বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে বলা হয়েছে। সোমবার (৭ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এই চিঠি পায়নি।
নিবন্ধন শর্ত ও হিসাব জমা দেওয়ার নিয়ম
রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। যদি কোনো দল পর পর তিন বছর এই হিসাব জমা দিতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে মোট ৫১টি নিবন্ধিত দল আছে।
গত বছরের আর্থিক চিত্র
জানা গেছে, গত বছর হিসাব জমা দেওয়ার পর আওয়ামী লীগের তহবিল ১০০ কোটি টাকায় পৌঁছেছিল বলে দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান জানিয়েছিলেন। অন্যদিকে, বিএনপি আয়-ব্যয়ের পর পাঁচ লাখ টাকা ঘাটতিতে ছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের তথ্য অনুযায়ী, হিসাব জমা দেওয়ার পর তাদের তহবিল দাঁড়িয়েছিল ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৩০৬ টাকায়।