পরীক্ষাকেন্দ্রের পরিবর্তে সাভারে মাহিরা: র্যাবের কাছে জানালেন নিখোঁজ হওয়ার কারণ
জ্ঞান হারানোর পর সাভারে নির্জন স্থানে নিয়ে যাওয়ার দাবি; র্যাব উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
রাজধানীর ভাটারা এলাকা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফ পুলিকে প্রায় ১৫-১৬ ঘণ্টা পর রবিবার (২৯ জুন) দিবাগত রাতে সাভার থেকে উদ্ধার করেছে র্যাব। র্যাবের কাছে মাহিরা জানিয়েছেন, পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে এক নারীর খপ্পরে পড়ে জ্ঞান হারানোর পর তাকে সাভারে নিয়ে যাওয়া হয়েছিল।
রবিবার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বেরিয়েছিলেন মাহিরা। তবে পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, মাহিরা সেদিন পরীক্ষা কেন্দ্রেই উপস্থিত হননি। এরপর মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
র্যাবের কাছে মাহিরার বর্ণনা
র্যাবের কাছে মাহিরা দাবি করেছেন, বাসা থেকে বের হওয়ার পর তিনি এক নারীর খপ্পরে পড়েন। সেই নারী তার নাকে কিছু একটা ছোঁয়ালে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে সাভারের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পর তার জ্ঞান ফেরে। এরপর পরনের পোশাক পরিবর্তনের জন্য মাহিরাকে একটি পোশাক দেওয়া হয়। এই সুযোগে তিনি ওই স্থান থেকে বেরিয়ে আসেন।
মাহিরা আরও দাবি করেন, এরপর তিনি জঙ্গল দিয়ে দৌড়াতে থাকেন। একপর্যায়ে রাস্তায় তিনি র্যাবের গাড়ি দেখতে পান এবং তাদের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে র্যাব স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতে তাদের হাতে মাহিরাকে তুলে দেয়।
র্যাবের যাচাই প্রক্রিয়া
তবে, ভুক্তভোগী মাহিরার দেওয়া এই বক্তব্য র্যাব তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। র্যাব-৪ তাকে সাভার থেকে উদ্ধার করে বলে জানানো হয়েছে। এই ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।