দেশে ৩৫ লাখ শিশুশ্রমিক, ঝুঁকিপূর্ণ পেশায় ১০ লাখ: শ্রম উপদেষ্টা
বিশ্ব শিশুশ্রম দিবসে শ্রম উপদেষ্টার তথ্য, ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের রক্ষায় নতুন উদ্যোগের কথা জানালেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, যিনি সরকারের শ্রম উপদেষ্টা, আজ বুধবার সচিবালয়ে বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে বাংলাদেশে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমিক হিসেবে কর্মরত। উদ্বেগের বিষয় হলো, এই বিপুল সংখ্যক শিশুদের মধ্যে প্রায় ১০ লাখ শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত রয়েছে।
শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘বর্তমানে যে শিশু শ্রমের সংজ্ঞা বিদ্যমান, তা সংশোধনের কাজ চলছে। নতুন সংজ্ঞায় শিশু শ্রমিকদের জন্য নির্দিষ্ট বয়সের সীমা নির্ধারণ করা হবে।’
শিশুশ্রমের মতো একটি গুরুতর সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বর্তমানে শিশুশ্রমের যে সংজ্ঞা প্রচলিত আছে, সেটিকে সংশোধনের কাজ চলমান। এই সংশোধনের মাধ্যমে শিশু শ্রমিকদের জন্য একটি নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হবে।
এছাড়াও, শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র সঙ্গে সঙ্গতি রেখে দেশের শ্রম আইন সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে, আগামী নভেম্বরের মধ্যেই এই সংশোধিত শ্রম আইন চূড়ান্ত रूप লাভ করবে।
শিশুদের ন্যায্য অধিকার রক্ষা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।