জাতীয়

কোভিড-১৯ আমাদের শিখিয়েছে পৃথিবী কতটা সংযুক্ত: ড. মোফাজ্জল হোসেন

বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান বস্টন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিশিষ্ট বিজ্ঞানী ড. মোফাজ্জল হোসেন বলেন, কোভিড-১৯ আমাদের শিখিয়েছে, পৃথিবী কতটা সংযুক্ত, আর বিজ্ঞানের প্রতি আস্থা ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। এই ভাইরাস কেবল জীবাণু নয়, এটি ছিল এক সামাজিক, অর্থনৈতিক ও মানবিক অভিঘাত— যার মোকাবিলা বিজ্ঞান দিয়েই সম্ভব হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “কোভিড-১৯ বিশ্বমহামারি: করোনা ভাইরাস তড়িৎ সনাক্তকরণ প্রক্রিয়া, বৈজ্ঞানিক মূল্যায়ন ও ভবিষ্যৎ প্রেক্ষাপট” শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। বিজ্ঞানী ড. মোফাজ্জল হোসেন বাংলাদেশ সফরে রয়েছেন।

ড. মোফাজ্জল হোসেন বলেন, “বাংলাদেশ আমার শিকড়, আর এই মাটি ও মানুষের মাঝে ফিরে এসে, বিশেষত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিদ্যাপীঠে কথা বলতে পারা আমার জন্য এক পরম সৌভাগ্য। এখানে শিক্ষকগণের চিন্তাধারা, প্রশ্ন ও গবেষণা প্রবণতা আমাকে মুগ্ধ করেছে।”

সেমিনারের সভাপতিত্ব করেন ড. পারভেজ হাসান। সেমিনারে উপস্থিত ছিলেন— আইবিএসসি এর সাবেক পরিচালক অধ্যাপক মো: সোহরাব আলী, প্রানিবিদ্যা বিভাগের অধ্যাপক আনিসুর রহমান ও অধ্যাপক নুরুল ইসলাম।

এছাড়া শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের গবেষক, শিক্ষক ও আগ্রহী শিক্ষার্থীরা। ড. মোফাজ্জল হোসেনের বিজ্ঞানমনস্ক, কিন্তু মানবিকতায় ভরপুর উপস্থাপনায় উঠে আসে কোভিড-১৯ ভাইরাসের আদি-অন্ত, এর বিবর্তন, ভ্যাকসিন প্রযুক্তির বিবিধ দিক এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ।

প্রশ্নোত্তর পর্বে, উপস্থিত শিক্ষক ও গবেষকরা কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন গবেষণার দিক, ভবিষ্যতের ভাইরাল মহামারির পূর্বাভাস এবং বিজ্ঞানী ও নীতিনির্ধারকদের ভূমিকা নিয়ে প্রশ্ন রাখেন। ড. হোসেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সব প্রশ্নের উত্তর দেন। এই সেমিনার কেবল একটি বক্তৃতা নয়, ছিল এক আলোকিত বিনিময় – যেখানে বিজ্ঞান ও ভাবনার মেলবন্ধনে খুলে গেল সম্ভাবনার নতুন জানালা। 

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker