বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পোস্টে প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন, “প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পারভেজ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সরকারের কাছে দাবি জানাচ্ছি যে, জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হোক।”
উল্লেখ্য, রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গত শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে।