জাতীয়

জুনায়েদ-রিফাতের নেতৃত্বে আসতে যাওয়া দলের নাম প্রকাশ

জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত জুলাই অভ্যুত্থানের শক্তির রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন আগেই। এবার জানালেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নামে আসছে তাদের নয়া রাজনৈতিক দলটি।

এই দুই নেতা ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি-ও ছিলেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে নতুন রাজনৈতিক দলের নামের তথ্য জানান।

আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ ফেসবুক পোস্টে লিখেন— জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।

জুলাইয়ের আকাঙ্খা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে সাথে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে৷

বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা।

রাজনীতিতে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যেই বৃত্ত, দীর্ঘমেয়াদে আমরা তা উপড়ে ফেলতে চাই। ৪টি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায়— ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণঅভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্মটি।

বাংলাদেশের মানুষের অর্থনৈতিক আজাদি এবং বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রস্তাবনা থাকবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ তারা জানিয়েছিলেন, এপ্রিল মাসে আসবে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশের আগে এই দুই নেতা জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ করেন। তখন এনসিপির সদস্য সচিব পদে আখতার হোসেন ও আলী আহসান জুনায়েদের নাম বেশ আলোচনায় ছিল।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker