ঈদযাত্রার ব্যস্ততায় এবার যাত্রীদের জন্য এক নতুন স্বস্তির অনুভূতি তৈরি করেছে কমলাপুর রেলস্টেশন। নির্ধারিত সময়ের অনেক আগে প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে ট্রেন, আর যাত্রীরা সময় নিয়ে ধীরেসুস্থে উঠে যাচ্ছেন ট্রেনে।
গত ২০ বছরে এমন সার্ভিস পায়নি বলছে ট্রেন যাত্রীরা।আজ শনিবার ঈদযাত্রার ষষ্ঠ দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এমনই চিত্র দেখা গেছে, যা গত কয়েক বছরে অনুপস্থিত ছিল।
কমলাপুর স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের আনাগোনা থাকলেও এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত। রেলওয়ে কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের কারণে টিকিটবিহীন যাত্রীরা স্টেশনে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। ফলে আগের মতো উপচে পড়া ভিড় দেখা যায়নি।
ট্রেন ছাড়ার আগে নির্দিষ্ট প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের ভিড় থাকলেও, ট্রেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই ভিড় কমে যাচ্ছে। সুশৃঙ্খল যাত্রার এই চিত্রে স্বস্তি প্রকাশ করেছেন ঘরমুখো মানুষ।