আন্তর্জাতিক

ক্রিপ্টোকারেন্সি হ্যাক করে ৫৭০ মিলিয়ন ডলার হাপিশ

পৃথিবীর সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের সাথে সম্পর্কিত ব্লকচেইন থেকে ৫৭০ মিলিয়ন ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়েছে বলে জানিয়েছে বাইন্যান্সের এক মুখপাত্র।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনবি চেইনে ব্যবহৃত একটি ‘ব্রিজ’ থেকে টোকেন চুরি হওয়ার কথা জানিয়েছেন বাইন্যান্স সিইও চ্যাংপেং ঝাও।

এক টুইটবার্তায় ঝাও জানান, হ্যাকাররা ১০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। তবে পরে এক ব্লগ পোস্টে বিএনবি চেইন জানায়, ৫৭০ মিলিয়ন ডলার দামের দুই মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি তুলে নিয়েছে হ্যাকাররা।

সাম্প্রতিক সময়ে হ্যাকারদের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ব্লকচেইন ব্রিজ। বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্রিপ্টোকারেন্সি স্থানান্তর করতে ব্লকচেইন ব্রিজ ব্যবহৃত হয়।

আগে বাইন্যান্স কয়েন নামে পরিচিত বিএনবি ক্রিপ্টোকারেন্সিকে সমর্থন করে বিএনবি চেইন। ৪৬ বিলিয়ন ডলার সমমূল্যের বিএনবি পৃথিবীর পঞ্চম বৃহত্তম টোকেন।

ক্রিপ্টো বিশ্লেষক প্রতিষ্ঠান চেইনালাইসিস জানিয়েছে, এবছর ১৩টি ব্রিজ হ্যাকের মাধ্যমে প্রায় দুই বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করা হয়েছে।

ভবিষ্যতে হ্যাকিং ঠেকাতে একটি নতুন ‘নিয়ন্ত্রণ পদ্ধতি’ চালু করার কথা জানিয়েছে বিএনবি চেইন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker