সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারে টাকা দিলেই মিলবে নিজের নামের পাশে ব্লু টিক চিহ্ন। অর্থাৎ যেসব টুইটার অ্যাকাউন্টধারী তাদের নামের পাশে ‘ব্লু’ টিক চিহ্ন চান তাদের প্রতি মাসে আট ডলার করে দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০০ টাকা।
ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এবং টুইটারের নতুন মালিক ইলন মাস্ক নিজেই এই তথ্য জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর আগে টুইটারের প্রধান নির্বাহীর পদে বসেন ইলন নিজেই।
সপ্তাহখানেক আগে চার হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটারের মালিকানা কিনে নেয়ার পরই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এই মাধ্যমটিতে পরিবর্তন আনার ইঙ্গিত দেন মাস্ক। মূলত সমাজের পরিচিত ও বিশেষ ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টের পাশে ব্লু টিক চিহ্নটি থাকে।
যার অ্যাকাউন্টের পাশে এ নীল চিহ্নটি থাকে সেটিকে ভেরিফায়েড অ্যাকাউন্ট হিসেবে ধরা হয়। এতোদিন বিনামূল্যেই এই সেবা থাকলেও এখন থেকে আর তা থাকছে না। বিশ্লেষকরা বলছে, টাকার বিনিময়ে ব্লু টিক দেয়া হলে, ব্যবহারকারীর পরিচয় যাচাই কর কঠিন হয়ে যাবে।
টুইটারের মালিকানা কেনার পর থেকেই প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর এবং আয় বাড়ানোরে পথে হাঁটার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ নিয়েছেন ইলন মাস্ক। তবে এর মধ্যেই কর্মচারীদের দিনে ১২ ঘণ্টা কাজের প্রসঙ্গে শুরু হয়েছে বিতর্কও।
টুইটার অধিগ্রহণের পর করার পরে ইলন মাস্ক কোম্পানির সিইও পরাগ আগরওয়ালসহ শীর্ষ তিন কর্তাকে বরখাস্ত করেন। এবার টুইটারে ব্লু টিক বা ভেরিফায়েড টুইটার ব্যবহারকারীদের বিনামূল্যে সেবা দেয়া বন্ধ করে দিলেন মাস্ক।
২০২১ সাল থেকে টুইটার ব্লু টিক বা ভেরিফায়েড একাউন্ট ব্যবস্থা চালু করে। একাধিক প্রিমিয়াম ফিচার যেমন টুইট এডিট করার ক্ষমতা, টুইট আনডু করাসহ এমন অনেক জরুরি কাজকর্ম এই ফিচারের সাহায্যে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।
আমেরিকাতে প্রায় ৭৭ মিলিয়ন টুইটার অ্যাকাউন্ট রয়েছে। জাপানে আছে ৫৪ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। আর ভারতে ২৪ মিলিয়নেরও বেশি টুইটার অ্যাকাউন্ট রয়েছে। ফলে অনুমান করা যায় নতুন নিয়মে টুইটারের আয় বাড়তে চলেছে রেকর্ড হারে।