তথ্য ও প্রযুক্তি

ইন্টারনেট গতিতে শেষের ৩য় স্থানে বাংলাদেশ

করোনা মহামারির মধ্যে কেনাকাটা, সামাজিক যোগাযোগ, দাপ্তরিক কাজকর্ম এমনকি চিকিৎসাসেবা নিতে সাধারণ মানুষের ইন্টারনেট নির্ভরতা বেড়েছে। অথচ বাংলাদেশে সেবার মান পৌঁছেছে তলানিতে।

ইন্টারনেট গতির তলানিতে বাংলাদেশ
ইন্টারনেটের গতি নিয়ে তুলনামূলক চিত্র তুলে ধরা প্রতিষ্ঠান ওকলার জুন মাসের সবশেষ প্রতিবেদনে সে তথ্যই উঠে এসেছে।
ওকলা বলছে, গেল জুন মাসে মোবাইল ইন্টারনেটের গড় গতিতে বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম। মে মাসের তুলনায় গেল জুনে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ পিছিয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এবং ভেনেজুয়েলার ওপরে রয়েছে বাংলাদেশের অবস্থান।
মালদ্বীপে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড গতি ৫৭.০৯ এমবিপিএস। আর আপলোডের গতি ১৪.২৭ এমবিপিএস।
ওকলার তথ্য বলছে, বিশ্বে সবচেয়ে বেশি গতির ইন্টারনেট রয়েছে সংযুক্ত আরব-আমিরাতে। ডাউনলোডের গতি ১৯৩ এমবিপিএসের বেশি। এরপরে শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, কাতার, নরওয়ে ও সাইপ্রাস।
প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড গতি ১২.৪৮ এমবিপিএস। আর আপলোডের গতি ৭.৯৮ এমবিপিএস। প্রতিবেশী দেশগুলোর মধ্যে মালদ্বীপ ৪০, নেপাল ১০৫, পাকিস্তান ১১৪, ভারত ১২২, শ্রীলঙ্কা ১২৯, মিয়ানমার ১০৯তম অবস্থানে রয়েছে।
মোবাইল ইন্টারনেটের মতো সুখবর নেই ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও। ওকলার হিসাবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির দিক দিয়ে ১৮১ টি দেশের মধ্যে ৯৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গেল জুনে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির দিক দিয়ে বাংলাদেশ পিছিয়েছে দুই ধাপ। দেশে ব্রডব্যান্ডে ডাউনলোডের গতি ৩৮ এমবিপিএসের কিছু বেশি। আপলোডের গতি ৩৭ এমবিপিএসের মতো।
ব্রডব্যান্ডে সবচেয়ে বেশি গতি মোনাকোতে, ২৬১ এমবিপিএস। সবচেয়ে কম তুর্কমিনিস্তানে, ৪.৪৯ এমবিপিএস।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৭০ তম গতি ৫৮ এমবিপিএস, মালদ্বীপ ১১২ তম গতি ২৮ এমবিপিএস, নেপাল ১১৫তম গতি ২৭ দশমিক তিন পাঁচ এমবিপিএস, শ্রীলঙ্কা ১২৬ তম গতি ২৩ দশমিক আট সাত এমবিপিএস, পাকিস্তান ১৬৪তম গতি ১২ দশমিক ৭৭ এমবিপিএস।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker