আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ১৫০ জন। আর ঢাকার বাইরে তিনজন। এর আগে গতকাল মঙ্গলবার ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে রোগী ভর্তি হয়েছে ১১ জন।
চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে দুই হাজার ৯৮ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন এক হাজার ৫২৬ জন রোগী।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.