ইন্টারনেট- টকটাইম প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনে নিলে আগের মেয়াদের অব্যবহৃত ডেটা হারাবে না গ্রাহকের। মেয়াদের আগে অবশ্যই রিনিউ করতে হবে।
অর্থাৎ, একই প্যাকেজ আরেকবার কিনে নিলে আগের মেয়াদের অব্যবহৃত ডেটা হারাবে না গ্রাহকের। এর আগ পর্যন্ত ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলেই অব্যবহৃত ডেটা আর ব্যবহারের উপায় ছিল না।
এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) নতুন নির্দেশিকা জারি করেছে। আজ মঙ্গলবার অনুষ্ঠানিকভাবে নতুন প্যাকেজের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এর মাধ্যমে টেলিকম জায়ান্টদের নির্ধারিত মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে থাকা সময়ের সীমাবদ্ধতা দূর হলো।
উদাহরণস্বরূপ, যদি একজন গ্রাহক ৩ দিন মেয়াদে ৭ গিগাবাইট (জিবি) ডেটা ও ১০০ মিনিট টকটাইমের প্যাকেজ কিনে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করতে না পারেন, তাহলে অব্যবহৃত ডেটা বা টকটাইম মেয়াদ শেষে আর ব্যবহার করতে পারেন না।