ফাইভ-জি’র এই প্রাথমিক অবস্থার মধ্যে ৬জি প্রযুক্তির পরীক্ষায় বড় ধরনের সফলতা পেয়েছে চীন।
চীনের স্থানীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ের পার্পল মাউন্টেন ল্যাবরেটরিতে চালানো হয়েছে ৬জি’র পরীক্ষা। যেখানে প্রতি সেকেন্ডে গতি উঠেছে ১০০ জিবিপিএস থেকে ২০০ জিবিপিএস পর্যন্ত। যা ফাইভ-জি নেটওয়ার্কের চেয়ে ১০ গুণ বেশি বলে দাবি করেছেস সংশ্লিষ্টরা। ৬জি’র এই গতি বিশ্বে সবোর্চ্চ বলে দাবি করেছে দেশটি।
ল্যাবের প্রধান গবেষক ইউ জিয়াওহু বলছেন, ৬জি নেটওয়ার্ক বিকাশের অন্যতম মূল প্রযুক্তি হলো টেরাহার্জ কমিউনিকেশন। যা এআর, ভিআর এবং মেটাভার্সের মতো নতুন ধরনের অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হবে।
এছাড়া, টেরাহার্টজ প্রযুক্তি মহাকাশ-পৃথিবী-সমুদ্র যোগাযোগের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা যাবে।