বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিবন্ধিত হোক বা না হোক, কোনো মোবাইল হ্যান্ডসেটের নেটওয়ার্ক বন্ধ করা হবে না। টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিটিআরসিকে অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলেছে।
এ সব তথ্য নিশ্চিত করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার আজ বৃহস্পতিবার বলেন, ‘নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের যে কোনো মোবাইল নেটওয়ার্কের আওতায় থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না।’
এ সিদ্ধান্তের পর সব ধরনের হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারে নিবন্ধিত হবে।
মন্ত্রী বলেন, ‘বিটিআরসির কাজ ছিল দেশে চালু থাকা সব হ্যান্ডসেটের বিস্তারিত ডাটাবেস রাখা। এটি সফলভাবে সম্পন্ন হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড চাইলে মূল্য সংযোজন কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেটগুলোর একটি তালিকা বিটিআরসি দিতে পারবে,’।