ইসরায়েল-হামাসের মধ্যে চলমান সংঘাতের সংবাদ সংগ্রহ করতে যাওয়া অন্তত ৩৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিউ ইয়র্কভিত্তিক বেসরকারি সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির গতকাল বৃহস্পতিবারের বিবৃতিতে বলা হয়েছে, ১৯৯২ সাল থেকে তারা সাংবাদিক হতাহতের সংখ্যা নথিভুক্ত করছে। এবার গাজা সিটিতে যতজন সাংবাদিক মারা গেছেন সে সংখ্যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ।
সিপিজে জানিয়েছে, ৩৬ জনের মধ্যে বেশিরভাগ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। হামাসের হামলায় নিহত হয়েছেন চারজন। এ ছাড়া, গাজা সিটির অভ্যন্তরে আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
তবে কোন পক্ষ গুলি চালিয়েছে তা সিপিজে উল্লেখ করেনি।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিকের খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা ও পশ্চিম তীরে ৯ হাজারের বেশি এবং ইসরায়েলে ১ হাজার ৪০০ জন মারা গেছেন। হামাসের পর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা শুরু হলে গাজা সিটি থেকে এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পানি, খাদ্য, জ্বালানির সংকটে সিটির বাসিন্দারা অমানবিক জীবনযাপন করছেন।