সাধারণত এই জাতের কুকুর ১০ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত বাঁচে। কিন্তু পর্তুগালের ববি বেঁচেছিল ৩১ বছর পর্যন্ত। গিনেস বুক অফ রেকর্ডসের মতে, ববিই ছিল বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কুকুর। ববি ছিল রেফেইরো দো অ্যালেনতেজো জাতের কুকুর।
এই কুকুর সাধারণত গার্ড ডগ হয়। পুরোটা জীবন সে মধ্য পর্তুগালের একটি গ্রামে কাটিয়েছে।
এতদিন বাঁচার রহস্য
১৯৯২ সালের ১১ মে ববির জন্ম। তার মালিক লিওনেল কোস্তার বয়স তখন আট বছর।
লিওনেল এই বছরের শুরুতে জানিয়েছিলেন, ববি ভালো খাবার খায়। খোলা হাওয়ায় বড় হয়েছে। তাকে কখনই শিকলে বাঁধা হয়নি। লিওনেল জানিয়ছিলেন, ‘আমরা যা খাই, ববিও সেটাই খায়।
’ এই বছরের ফেব্রুয়ারিতে ববিকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সি কুকুর হিসাবে চিহ্নিত করে গিনেস বুক। গিনেস বুকের কর্মকর্তারা জানিয়েছেনস, তারা ববির মৃত্যুতে মর্মাহত। ববিই ছিল বিশ্বের সবচেয়ে বেশিদিন বাঁচা কুকুর। সে ৩১ বছর ১৬৫ দিন বেঁচেছিল। পশুচিকিৎসক ক্যারেন বেকার বলেছেন, ‘ববি ১১ হাজার ৪৭৮ দিন পৃথিবীতে ছিল।
কিন্তু তাকে যারা ভালোবাসত, তাদের কাছে এটা যথেষ্ট নয়।’
গিনেস বুক জানাচ্ছে, ববির ৩১তম জন্মদিনের পার্টিতে একশজন এসেছিলেন। ববি যে প্রজাতির কুকুর ছিল, তারা মূলত ভেড়াকে পাহাড়া দেয়। তাই তাদের রক্ষী কুকুর বলা হয়। গিনেসের রেকর্ডে থাকা এর আগে সবচেয়ে বেশিদিন বাঁচা কুকুর ছিল অস্ট্রেলিয়ায়, সে ২৯ বছর পাঁচ মাস বেঁচেছিল। ১৯৩৯ সালে সে মারা যায়।