যুদ্ধের মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী বুধবার বাইডেনের ইসরায়েলে পৌঁছানোর কথা। সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এক মুহূর্তে বাইডেন এই সফর করছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবিও সাংবাদিকদের বলেছেন, চলমান সংঘাতের চরম সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলে যাচ্ছেন। দেশটির পক্ষে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন এবং গাজার সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করবেন বাইডেন।
স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে ব্লিনকেন বাইডেনের সফরের পাঁচটি উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথমেই ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করবেন বাইডেন।
হামাসের হামলায় অন্তত ৩০ জন আমেরিকানসহ এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সফরে বাইডেন এটি স্পষ্ট করবেন যে হামাস ও অন্য ‘সন্ত্রাসীদের’ হাত থেকে মার্কিন জনগণকে রক্ষা করা এবং ভবিষ্যতে হামলা প্রতিরোধ করা ইসরায়েলের অধিকার ও কর্তব্য।
ব্লিনকেন বলেছেন, কিছু রাষ্ট্র ও অ-রাষ্ট্র এই সংকটের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বাইডেন তাদের এসব না করার বার্তা দেবেন।
বাকি দুই উদ্দেশ্যের মধ্যে আছে, বাইডেন ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য ও কৌশল সম্পর্কে একটি বিস্তৃত ধারণা নেবেন। তিনি ইসরায়েলের কার্যক্রম পরিচালনা সম্পর্কে শুনবেন। সব শেষে বেসামরিক হতাহতের পরিমাণ হ্রাস এবং গাজার বেসামরিক নাগরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছনোর বিষয়ে আলাপ করবেন।