গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ (পাঁচ চোখ)’ নেটওয়ার্কের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার গণমাধ্যম সিটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন।
গত জুন মাসে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাংকুভারে দুর্বৃত্তের গুলিতে নিহত হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার বলেন, হরদীপ সিং হত্যায় ভারত সরকারের গোয়েন্দাদের জড়িত থাকার বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে।
জগদীপের সঙ্গে পরিচিত হয়েই পঞ্জাবে নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা করেন নিজ্জার। কানাডায় নিজস্ব সংগঠন তৈরি করে। ২০১৫ সালে নিজ্জারের দলের সদস্যেরা কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অস্ত্র প্রশিক্ষণ নেয় বলে উল্লেখ করা হয়েছে নথিতে। ২০১৪ সালে হরিয়ানার সিরসায় ডেরা সাচ্চা সউদায় হামলা করার পরিকল্পনা করেন নিজ্জার। নিজে ভারতে নিজে ঢুকতে না পেরে তার সংগঠনকে নির্দেশ দেন প্রাক্তন ডিজিপি মহম্মদ ইজহার আলমকে নিশানা করার জন্য। পঞ্জাবের গ্যাংস্টার আরশদীপ সিংহ গিল ওরফে আর্শ ডালার সঙ্গে যোগ দেয়। এর পরে বহু কুখ্যাত কার্যকলাপের অভিযোগ ওঠে নিজ্জারের বিরুদ্ধে।
ভারতের বিরুদ্ধে অভিযোগ আনার কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রসহ ঘনিষ্ঠ মিত্রদের হরদীপ হত্যাকাণ্ডের প্রকাশ্যে নিন্দা করতে বলেছিল অটোয়া। তবে এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেন ডেভিড কোহেন। তিনি বলেন, দেখুন, এটি গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয় ছিল। এ বিষয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের অনেক যোগাযোগ হয়েছে। হরদীপ সিং হত্যার ঘটনা তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে কানাডাকে সহায়তার জন্য ভারতকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আহবান জানানোর পর ডেভিড কোহেনের এই বক্তব্য সামনে এলো।